রাজশাহী কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা শুরু

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কলেজে তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী কলেজের শহিদ কামারুজ্জামান ভবনের ১০১ নম্বর কক্ষে এ প্রতিযোগিতা শুরু হয়।

মিরর ইংলিশ ডিবেটিং ক্লাবের আয়োজনে রাজশাহী আন্তঃ কলেজ এবং আন্ত: বিভাগ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

02

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা.হবিবুর রহমান। তিনি বলেন, মিরর ডিবেটিং ক্লাব এক দু:সাহসিক অভিযান পরিচালনা করছে। কলেজে রাজশাহীরর বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। মেধার মনন শেখাতে, যৌক্তিক বানী শেখাতে চেষ্টা করছে যা এখন উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে। এ প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠানে মিরর ইংলিশ ডিবের্টিক্লাবের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধক্ষ্য অধ্যাপক আল- ফারুক চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পীযুষ কান্তি ফৌজদার।

এ প্রতিযোগিতা তিনদিন ব্যাপি রাজশাহী কলেজে চলবে। এসময় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

স/আ