রাজশাহী কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজ ক্লাব অব ফিজিক্স এর সহযোগিতায় রাজশাহী কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠানের আগে একটি র‌্যালি কলেজে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মহাঃ হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাজশাহী কলেজের কিছু উন্নয়ন তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্লাব অব ফিজিক্স এর জন্য একটি রুম বরাদ্দ করেন এবং একটি কম্পিউটার দেওয়ার আশ্বাস দেন।

এসময় অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিদায়ী শিক্ষার্থীরাও সকল স্যারদের পুরস্কার তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা এর অনুষ্ঠানের কনভেনার ছিলেন ক্লাব অব ফিজিক্সের সভাপতি রাশেদুজ্জামান (নাহিদ)।

স/অ