রাজশাহী কলেজে নাচলেন গাইলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক:

শীতের কনকনে আবহাওয়াতেও মনমুগ্ধকর পরিবেশ চলছিল রাজশাহী কলেজ মাঠ। রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাইয়ের শেষ দিন। এ আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রমে যোগদান করেছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আমহমেদ পলক। সকল শিক্ষার্থীদের উপহার দিয়ে গেলেন দুইটি গান। নিজ কণ্ঠে গান গেয়ে মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী।

দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্যালভেশন ব্যান্ড এর গানের পর্ব চলছিল। ঠিক সে সময়ে উঠে আসলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঞ্চ ছাড়া আশে পাশের সব লাইট বন্ধ হয়ে যায়। শুধু সাদা ফ্লাস লাইট। বহুল স্মৃতিঘেরা বচন, সেই চিরো চেনা সুর। গেয়ে উঠলেন কিংবদন্তী আইয়ুব বাচ্চুর গান ‘সেই তুমি’। সাথে সাথেই গ্যালারীর চারপাশ থেকে গুঞ্জন উঠে যায়। প্রতিমন্ত্রী পলক যেন সবার মনের আশা পূরন করে দিয়েছেন।

এরপর আরেক কিংবদন্তী বাংলাদেশের পপ সম্রাটের গান “অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছ”। নেচে গেয়ে মঞ্চ কাপালেন পলক। সেই সাথে নাচলো পুরো রাজশাহী কলেজ।

চিরোচেনা ক্যাম্পাসে ঘোষণা দিলেন ‘নো ইস্ট-নো ওয়েস্ট, রাজশাহী কলেজ ইজ দ্যা বেস্ট’।

শেষে চিরকুট ব্যান্ডের আমন্ত্রনে পুনরায় মঞ্চে উঠে জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানান পলক। এরপর দর্শকদের উদ্দেশ্যে গেয়ে শোনান দেশাত্ববোধক গান।