রাজশাহী কলেজে ক্যারিয়ার টক ‘ডিসকভার ইওরসেলফ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজে ‘ডিসকভার ইওরসেলফ’ শীর্ষক ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টায় রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব (আরসিপিসি) কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্যারিয়ার টকে’র প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা, লেখক, পাবলিক মোটিভেশনাল স্পিকার ও কর্পোরেট ট্রেইনার সত্যজিৎ চক্রবর্তী।

আরসিপিসি’র সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

তিনি বলেন, রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব শুধু প্রেজেন্টেশন না কলেজের শিক্ষার্থীরা যেন বলতে শিখে, নিজেকে উপস্থাপন করতে শেখে সেই উদ্দেশ্যে কাজ করবে বলে আমি আশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা।

এছাড়াও ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসনা আরা বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক সত্যজিৎ চক্রবর্তী শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

স/শ