বুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী ওয়াসা বোর্ডে নিযুক্ত হলেন যুবলীগ নেতা রনি

Paris
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌরিদ আল মাসুদ (রনি) কে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনটি জারি হয় ৪ সেপ্টেম্বর।

এছাড়া তিন সদস্য বিশিষ্ঠ ওয়াসা বোর্ডে রাজশাহী সিটি কর্পোরেশনের দুইজন কাউন্সিলরকেও নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন ও সংরক্ষিত ৪ নম্বর আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৯৬ এর ক্ষমতাবলে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্বকারী ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্বকারী দুইজন সদস্যকে নিয়োগ দেয়া হলো।

এতে আরো বলা হয়, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।’

 

স/শা

 

সর্বশেষ - রাজশাহীর খবর