রাজশাহী অঞ্চলে শিলা বৃষ্টি, আমের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলে শিলা বৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটের দিকে এ বৃষ্টি হানা দেয়। এতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে শিলা বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতিয়ে হয়েছে।

আমচাষীরা জানান, শুক্রবার বিকেলে রাজশাহী নগরীসহ গোদাগাড়ী ও পবার কিছু অংশে শিলা বৃষ্টিপাতে আমের কিছুটা ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জে উপজেলায়।

এ জেলায় শিলা বৃষ্টির কারণে গাছের আমও ঝরে গেছে। আবার গাছে থাকা অবস্থায় শিলা বৃষ্টির ফলে পরে আমে পচন ধরবে বলেও আশঙ্কা করছেন আমচাষিরা। এতে করে এবার আমের অনেক ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের আমচাষি আলি আকবর বলেন, শিলা বৃষ্টির কারণে এবার আমের অনেক ক্ষতি হবে। গাছ থেকে কিছু আম ঝরেও গেছে।

এদিকে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানান, শুক্রবার বিকেল চারটা ২০ মিনিটের দিকে শুরু হওয়া শিলা বৃষ্টি নগরীর পশ্চিমাঞ্চল দিকসহ মূল শহরে হয়। তবে নগরীর পূর্ব দিকে শিলা বৃষ্টি হয়।তবে শুক্রবার বিকেলে মোট ৬ দধমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

স/আর