রাজশাহীর-৬ আসনে নৌকার পক্ষে অর্ণা জামান’র গণসংযোগ

বাঘা প্রতিনিধি:
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকার পক্ষে গণসংযোগ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। আজ মঙ্গলবার বিকেলে আ.লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।তিনি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন ও বাউসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।

ভোটারদের উদ্দেশ্যে ডাক্তার অর্ণা জামান বলেন, স্বাধীনতা পরবর্তী উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক আ’লীগের নৌকা। দেশ ও জনগনের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আ’লীগ ছাড়া দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজশাহী-৬ আসনের প্রার্থী শাহরিয়ার আলম এমপিকে নৌকায় মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনজুরুল হক মনি, মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সদস্য তারিকুল ইসলাম বনি, মহানগর ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবির হোসেন, সাধারন সম্পাদক নক্ষত্র, বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম, মনিগ্রাম ৭ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মোমেন সরকার।

এছাড়া বাউসা ইউনিয়নে গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন, বাউসা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও দিঘা স্কুল ও কলেজের সভাপতি আতাব উদ্দিন, আ.লীগ নেতা জালাল উদ্দিন, নাসির উদ্দিন, ভোলা, কমর উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক ছলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, মৃদুল হোসেন, শাহিন হোসেন, রাব্বি আহম্মেদ, অপু আহম্মেদ, বাপ্পি হোসেন প্রমুখ।

স/অ