রাজশাহীর সেফহোম থেকে দুই কিশোরী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বায়ায় সরকারি সেফহোম থেকে দুই কিশোরীর পালিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১০টার পর থেকে তাদের দুইজনকে খুঁজে পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করে সেফ হোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু আক্তার বলেন, বাথ রুমের পিছনের গ্রীল ভেঙ্গে তারা পালিয়ে গেছে তারা। এবিষয় শাহ মখদুম থানায় সাধারণ ডাইরী করা হয়েছে।

বায়া সরকারি সেফহোম থেকে পালানো দুই কিশোরী হলেন, তানজিলা আক্তার ও সুমি আক্তার। এদের দুইজনের বয়স ১৬ বছর।

জানা গেছে,  রংপুরের তারাগঞ্জ এলাকার বাসিন্দা তানজিলা। তাকে গত ১২ সেপ্টেম্বর রংপুরের একটি আদালত সেফহোমে পাঠায় । আর সুমির বাড়ি নীলফামারির ডোমার এলাকায়। তাকে গত ২৯ আগস্ট নীলফামারির একটি আদালতের বায়ার সেফহোমে পাঠানোর নির্দেশে দিয়েছিলেন।

উপ-তত্ত্বাবধায়ক লাইজু আক্তার বলেন, গতকাল শনিবার রাত ৯টার থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ সময়ের মধ্যে তারা দুইজন বাথ রুমের পিছনের ভেন্টিলিটারের গ্রীল ভেঙ্গে তারা পালিয়ে গেছে। রাত ১০টার পর থেকে এলাকায় অনেক খোঁজাখোঁজি করে তাদের না পেয়ে থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি।

লাইজু আক্তার আরো বলেন, সন্ধ্যায় মুঠো ফোনে তাদের মায়ের সঙ্গে কথা বলানো হয় ওই দুই কিশোরীকে। তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তার মাকে বলা হয়ে ছিল। কারণ তাদের বিরুদ্ধে কোন মামলা নেয় বলে জানান তিনি।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দুই কিশোরী পালিয়ে গেছে বলে অভিযোগ করে শনিবার রাতে সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু আক্তার থানায় জিডি করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং ওই দুই কিশোরীকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যেই রংপুর ও নীলফামারিরসহ বিভিন্ন থানায় জানানো হয়েছে।

 

স/আ