রাজশাহীর সীমান্তে ভারতীয় অস্ত্র পাচারের সময় বিজিবি’র গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ইউসুফপুর সীমান্তে ভারত থেকে অস্ত্র পাচারের সময় বিজিবি’র গুলিবর্ষণ করে প্রতিরোধ করে। এ সময় বিজিবি ১০ রাউন্ড গুলিবর্ষণ করে।

ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি ও পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারিরা রাজশাহীর ইউসুফপুর সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির একটি দল ওই স্থানে টহল বসায়। কিন্তু চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পাল্টা বিজিবিও গুলি ছুড়লে পিছু হটে ভারতীয় চোরাকারবারিরা।

পরে ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

স/আর