রাজশাহীর রেলগেট: সিগন্যাল না মেনে ঢুকে পড়লো পুলিশের গাড়ী

নিজস্ব প্রতিবেদক:

সোমবার বিকেল সাড়ে তিনটা। রাজশাহী স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাওয়ার সিগন্যালে নগরীর রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ে নেমে গেলো দুই পাশের দুটি গেট। তখন গেটের দুই পাশের যানবাহনগুলো থেমে গেলো। এরই মধ্যে সাইরেন বাজাতে বাজাতে উত্তর দিকে থেকে আসছিলো একটি পুলিশের গাড়। কিন্তু সেই গাড়ীটি আর থামলো না।

গাড়ীটি সোজা রাস্তার উল্টো পাশ দিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলো। কিন্তু তৎক্ষণে ট্রেন প্রায় কাছাকাছি। অগত্য আবারো একটু পেছনে সরে দাঁড়িয়ে গেলো গাড়ীটি। ফলে অল্পের জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন গাড়িতে বসে থাকা পুলিশ সদস্যরা।

এরপর ট্রেনটি চলে গেলে পুনরায় উল্টো দিক দিয়েই যানজট ঠেলে বের হয়ে যায় গাড়ীটি।

দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, গাড়ীটি ছিলো ট্রাফিক পুলিশেরই।

এই যদি হয় ট্রাফিক পুলিশের দায়িত্ববোধ তাহেল সাধারণ মানুষ যাবে কোথায়-এমন প্রশ্ন করলেন নূরবাক্স নামের একজন পথচারী।

স/আর