রাজশাহীর ভূবনমোহন পার্কে অত্যাধুনিক গণশৌচাগার

নিজস্ব প্রতিবেদক:

ছবিগুলো দেখে কী মনে হবে কোনো আধুনিক আবাসিক ভবন বা হোটেলের টয়লেট। তবে বাস্তবে তাা না। বাস্তবতা হলো-এটি হচ্ছে রাজশাহী নগরবাসীর জন্য পাবলিক টয়লেট বা গণশৌচাগার। এটির অবস্থান নগরীর ভূবনমোহন পার্কে।

নগরবাসীর সুবিধার জন্য সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই আধুনিক উন্নত মাণের গণশৌচাগারটি তৈরি করা হয়েছে।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে সম্প্রতি এই গন সুযোগটি উদ্বোধন করা হয় যা নগরবাসী দৃষ্টি কেড়েছে অত্যাধুনিক এই শৌচাগারটি রক্ষণাবেক্ষণের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা আছে। পাশাপাশি কিভাবে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যাবে সেই নির্দেশনা সংবলিত একটি ব্যানার ঝোলানো আছে।

গণশৌচাগার পরিষ্কার রাখতে রাখা হয়েছে স্যান্ডেল। এর আগে কোন শৌচাগারে এই ধরনের ব্যবস্থা দেখা যায়নি।  নগরবাসীর দৃষ্টি কেড়েছে আধুনিক এই শৌচাগারটি।

স/আর