রাজশাহীর পদ্মার চরে স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে বেড়ানোয় কয়েকজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পদ্মার চরে স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে বেড়ানোয় কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পুলিশের সহযোগিতায় কয়েকজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম এ জরিমানা করেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর তীরে ঘুরে বেড়ানোয় জরিমানা করা হয়েছে কয়েকজনকে।
এসময় পরিবার নিয়ে পদ্মার পারে ঘুরতে আসা এক ব্যক্তির কাছে ম্যাজিস্ট্রেট জানতে চান, তারা কেন এই সময়ে পদ্মার পারে ঘুরতে এসেছেন?
প্রতি উত্তরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা নারীকে দেখে দিয়ে বলেন, ‘উনি অসুস্থ, তাই ঘুরতে এসেছি।’
পাল্টা উত্তরে ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম তাকে বলেন, ‘অসুস্থ রোগীকে নিয়ে নদীর ধারে ঘুরতে এসেছেন কেন?’
এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত চারজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযান আরও চলছি। নগরী পাঠানপাড়া পদ্মার পাড় এলাকায় এ অভিযান চালাচ্ছিলেন ভ্রাম্যমান আদালত।
স/আর