রাজশাহীর দুর্ঘটনায় ১৭ জনের মরদেহ দাফন

রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুরের পীরগঞ্জের নিজ নিজ বাড়ির পাশে তাদের মরদেহ দাফন করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাত ১০টার দিকে দুটি এবং সাড়ে ১১টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে নেয়া হয়। সেখানে রাত ১১টার দিকে ৯ জনের এবং পৌনে ১২টার দিকে বাকি ৮ জনের জানাজা পড়ানো হয়।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, সরকারী ব্যবস্থাপনায় ১৭টি লাশ দাফন সম্পন্ন হয়েছে। আর কোনো সহায়তার প্রয়োজন হলে তাও দিতে প্রস্তুত প্রশাসন।

পুরো ঘটনা তদন্ত করতে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী থানার সামনে কেটিসি হানিফ পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। মাইক্রোবাসে থাকা ১৮ জনের মধ্যে ১৭ জন মারা যান। এদের মধ্য পাভেল ছাড়া কেউ বেঁচে নেই।