রাজশাহীর দুইটি ল্যাবে রাসিকের কর্মীসহ ১৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর দুইটি ল্যাবে রবিবার (১৪ জুন) মোট ১৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৫জন ও রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ১১ জন।

ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শনাক্ত হওয়া ৫জনের মধ্যে একজন রাজশাহী সিট কর্পোরেশনের কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান রবিবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫জন করোনা পজিটিভ। ৫জনের মধ্যে একজন রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরিকরেন। অন্যান্যদের মধ্যে ৩জন মোহনপুরের ও একজন বঘার বাসিন্দা।

মোহনপুরে আক্রান্ত তিনজনই একই পরিবারের। তারা গত কদিন আগে মোহনপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শিক্ষকের স্ত্রীসহ দুই সন্তান।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষার পর ৯০ জনের ফল এসেছে। এদের মধ্যে ১১জন করোনা পজিটিভ। যাদের সবাই পাবনা জেলার। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবটির ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার।

স/রা