রাজশাহীর দাশপুকুরে জোড়া খুনের ঘটনায় ১২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় ১২জনকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন, সম্রাট।

আরএমপি সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুপুরে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই জন খুন হয়। এ ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই অভিযোগ দায়ের করলে রাজপাড়া থানায় দুইটি হত্যার মামলা রুজু হয়।

মামলার পরপরই মূল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ। পরে ঘটনাস্থলের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে  বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে উভয় মামলার মোট  ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এদিকে অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, রাজশাহীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের দুজন মারা গেছেন। আহত হয়  পাঁচজন। আ

নিহত দুজন হলেন নগরের দাশপুকুর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল (৪৫)।

স/অ