রাজশাহীর তৃপ্তি, নান কিং ও ক্যাফে রাজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে রাজশাহী নগরীর নান কিং, হোটেল তৃপ্তি ও হোটেল ক্যাফে রাজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫ হোটেলগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করে।

জানা যায়, রমজানকে ঘিরে নগরীর বাজার ব্যবস্থা ও সেবা দান তদারকি করতে ‍বৃহস্পতিবার ভ্রাম্যমান অভিযানে নামে র‌্যাব-৫ এর একটি দল। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনার সময় নগরের সিএন্ডবি মোড়ে অবস্থিত নানকিং চাইনিজ রেস্তুরেন্ট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা, লক্ষ্মীপুর মোড়ের তৃপ্তি হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা ও হোটেল রাজ ক্যাফেকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নিজামউদ্দিন।

এসময় তিনি জানান, দুপুর থেকে পরিচালিত অভিযানে তিনটি হোটেলকে জরিমানা করা হয়। এসময় তাদের অনিয়মগুলো দেখিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। যদি আগামীতেও তাদের হোটেরগুলোতে এমন পরিবেশ অব্যাহত থাকে তবে কঠিন শাস্তি প্রয়োগ করা হবে।

পবিত্র রামজান মাসে ভোক্তাদের কথা মাথায় রেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য হোটেল ও বিপণিবিতানগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

স/শা