রাজশাহীর উন্নয়নে লিটনের পক্ষে কাজ করার অঙ্গীকার আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর উন্নয়নে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন আইনজীবীরা। আজ সোমবার দুপুরে রাজশাহী এ্যাডভোকেট বার হলরুমে ‘রাজশাহীর সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে আইনজীবী সমাজের করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এ অঙ্গীকার করেন।

রাজশাহী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এ্যাড. মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে বিভিন্ন শ্রেণীপোশার মানুষের জন্যে আবাসিক এলাকা গড়ে তোলা সম্ভব। আমি এমনিতে বলছি না, হিসেব করেই বলছি। ইতোমধ্যে আলেম সমাজের জন্যে আবাসিক পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছি। সাংবাদিক ও আইনজীবীদের জন্যেও আবাসিক এলাকা গড়ে তোলা সম্ভব।

তিনি আরো বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। অথচ রাজশাহী পিছিয়ে গেছে। আমরা রাজশাহীর উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আলী বলেন, রাজশাহী যা কিছু উন্নয়ন, তার সব কিছুই করেছেন লিটন ভাই। উন্নয়নের দিকে তাকালে রাজশাহীতে লিটন ভাইয়ের বিকল্প নেই।

রাজশাহী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এ্যাড. এন্তাজুল হক বাবুর পরিচালনায় এসময় আরো বক্তব্য দেন, জেলা আদালতের পিপি এ্যাড. ইব্রাহিম হোসেন, কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্য মো. ইয়াহিয়া, সিনিয়র আইনজীবী মতিউর রহমান প্রমুখ।

স/শা