রাজশাহীর আট জেলার ফলাফল : পাসের সাথে কমেছে জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে কলেজগুলোতে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় কমেছে পাসের হার। একই সাথে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা। তবে এবারো ছেলেদের চেয়ে পাস ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা। বিশেষ করে জেলা পর্যায়ের কলেজগুলোতে এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

রাজশাহীর আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রায় সব প্রতিষ্ঠানই গত বছরের মত ফলাফল করতে পারেনি। আট জেলার ফলাফল নিম্নে তুলে ধরা হলো :

রাজশাহী জেলায় এবার পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৭শ’ ৪৫জন। এরমধ্যে পাস করেছে ২১ হাজার ৭শ’ ৯জন। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬হাজার ৬শ’ ২৪জন। পাসের গড় হার ৮৭দশমিক ৭৩ শতাংশ। এ জেলায় ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৯শ’ ৪৩জন। এরমধ্যে পাস করেছে ১১ হাজার ৯শ’ ১৬জন, তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩শ’ ৭২জন। মেয়ে শিক্ষার্থী সংখ্যা ১০হাজার ৮শ’ ২জন। পাস করেছে ৯হাজার ৭শ’ ৩৩জন। জিপিএ-৫ পেয়েছে ৩হাজার ২শ’ ৫২জন।

চাঁপাইনবাবগঞ্জে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৯শ’ ৪৭ জন। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৫শ’ ৯৩জন। জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৪১জন। পাসের গড় হার ৭৬দশমিক ৩৩। এ জেলায় ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৫হাজার ৩শ’ ৫২জন। এরমধ্যে পাস করেছে ৩ হাজার ৭শ’ ৪৭জন। জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৮৭জন। মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৪হাজার ৫শ’ ৯৫ জন, এরমধ্যে পাস করেছে ৩হাজার ৮শ’ ৪৬জন। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬শ’ ৫৪জন। এ জেলায় পাসের গড় হার ৭৬দশমিক ৩৩শতাংশ।

নাটোর জেলা থেকে মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৯শ’ ১১জন। এরমধ্যে পাস করেছে ৮ হাজার ৭শ’ ৫৪জন। জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৪শ’ ২৭জন। এরমধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ৫ হাজার ৭শ’ ৭২জন। পাস করেছে ৪ হাজার ৩শ’ ৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬শ’ ৩১জন। মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ১শ’ ৩৯ জন। এরমধ্যে পাস করেছে ৪ হাজার ৩শ’ ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭শ’ ৯৬ জন। এ জেলায় গড় পাসের হার ৮০ দশমিক ২৩ শতাংশ।

নওগাঁ জেলায় মোট পরীক্ষার্থী ১১হাজার ৭শ’ ১০ জন। এরমধ্যে পাস করেছে ৯ হাজার ১শ’ ১২জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১শ’ ৪ জন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১শ’ ১৮ জন। পাস করেছে ৪ হাজার ৪শ’ ৬০জন। জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৮১ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫শ’ ৯২জন। এরমধ্যে পাস করেছে ৪ হাজার ৬শ’ ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৭শ’ ২৩ জন। গড় পাসের হার ৭৭ দশমিক ৮১শতাংশ।

পাবনা জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ১শ’ ৫৫জন। পাস করেছে ১৩ হাজার ৭শ’ ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২হাজার ১শ’ ৫জন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থী সংখ্যা ৮হাজার ২শ’ ৭৩জন। পাস করেছে ৬ হাজার ১শ’ ৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ৮শ’ ৩২জন। মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৮শ’ ৮২ জন। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৫শ’ ৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২শ’ ৭৩জন। এ জেলায় গড় পাসের হার ৮০দশমিক শূণ্য ৬ শতাংশ।

সিরাজগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৯শ’ ১জন। পাস করেছে ১৭ হাজার ৪শ’ ৮৭জন। জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৮শ’ ৩৩জন। এ জেলায় মোট ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১১হাজার ৪শ’ ৭৭জন। পাস করেছে ৮হাজার ৭শ’ ৮৮জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৮৭জন। এ জেলায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১০হাজার ৪শ’ ২৪জন। এরমধ্যে পাস করেছে ৮হাজার ৬শ’ ৯৯জন। জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৭শ’ ৪৬জন। এ জেলায় গড় পাসের হার ৭৯দশমিক ৮৫শতাংশ।

বগুড়া জেলায় মোট পরীক্ষা সংখ্যা ২৪হাজার ৫শ’ ৫৭জন। পাস করেছে ২০হাজার ৭শ’ ৯১জন। জিপিএ-৫ পেয়েছে ৬হাজার ১শ’ ৪জন। এ জেলায় মোট ছেলে পরীক্ষার্থী সংখ্যা ১৩হাজার ১শ’ ৮৭জন। পাস করেছে ১০হাজার ৬শ’ ৯৩জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ১১হাজার ৩শ’ ৭০জন। পাস করেছে ১০হাজার ৯৮জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৪জন। গড় পাসের হার ৮৪দশমিক ৬৬শতাংশ।

জয়পুরহাট জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৫হাজার ৭শ’ ৭৪জন। পাস করেছে ৪হাজার ২শ’ ৫জন। জিপিএ-৫ পেয়েছে ৬শ’ ১৭জন। ছেলে পরীক্ষার্থী ছিল ২হাজার ৮শ’ ২১জন। পাস করেছে ১ হাজার ৯শ’ ৮জন। জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৯৮জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ২হাজার ৯শ’ ৫৩জন। এরমধ্যে পাস করেছে ২হাজার ২শ’ ৯৭জন। জিপিএ-৫ পেয়েছে ৪শ’ ১৯জন। এ জেলায় গড় পাসের হার ৭২দশমিক ৬০শতাংশ।

আজ বুধবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার রাজশাহী শিক্ষাবোর্ডোর পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ।