রাজশাহীতে ৬০ লাখ নতুন বই পাবে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

২০২০ সালে প্রাথমিক ও মাধ্যমিক (ষষ্ঠ-দশম) মিলে নতুন বই পাবে ৫ লাখ ২৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। এ সকল শিক্ষার্থীরা ৫৯ লাখ ৪৪ হাজার ৩২৫টি নতুন বই পাবে।

তবে গত বছরের চেয়ে এবছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী কমেছে। এছাড়া প্রাথমিকের সব বই আসলেও মাধ্যমিকের ১০ শতাংশ বই আসতে বাকি আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, ২০২০ সালে রাজশাহী জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ধরা হয়েছে ৩ লাখ ১১১ জন। তারা ১৪ লাখ ১১ হাজার ২৯৫টি নতুন বই পাবে। এছাড়া প্রি-প্রাইমারি পর্যায়ে ৪৭ হাজার ৩০ জন শিক্ষার্থীকে একটি করে নতুন বই প্রদান করা হবে।

তিনি আরো বলেন, জেলার উপজেলা পর্যায়ে প্রাথমিকের বই পৌঁছে গেছে। পহেলা জানুয়ারি বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।

অন্যদিকে, রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মাধ্যমিকে ১ লাখ ৮০ হাজার ৩৮৩ শিক্ষার্থী। তারা ৪৪ লাখ ৮৬ হাজার নতুন বই পাবে।

তিনি বলেন, ৯০ শতাংশ বই এসে পৌঁছেছে। বাকি ১০ শতাংশ বই চলে আসবে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই দেয়া হবে।

প্রসঙ্গত, এ বছর (২০১৯) রাজশাহী জেলায় প্রাথমিক পর্যায়ে ৩ লাখ ৫ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ১৪ লাখ ১১ হাজার ৫৫৮টি নতুন বই পেয়েছে। এছাড়া মাধ্যমিকে একই বছর ৩ লাখ ৪৪ হাজার ৬ জন শিক্ষার্থী বই পেয়েছিল ৩৫ লাখ ৮৮ হাজার ১৮৯টি।

 

স/আ