রাজশাহীতে ৫ দিনব্যাপি মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৫ দিনব্যাপি বেসিক মোবাইল সাংবাদিকতা (মোজো) প্রশিক্ষণের উদ্বোধনী করা হয়েছে। সিসিডি বাংলাদেশ, রেডিও পদ্মা উদ্যোগে ও সহযোগিতা WORTH-Women & Earth Initiative বুধবার (২৫আগস্ট) টেনিস কমপ্লেক্স, অর্কিড হল রুম অনুষ্ঠিত হয়।

এতে দেশের বিভিন্ন জেলার ৩২ জন নারী অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিডি বাংলাদেশ চিফ ডেপুটি ইনচার্জ মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. প্রদিপ কুমার পান্ডে, রাবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর মসিহুর রহমান, সিসিডি বাংলাদেশ যুগ্ম পরিচালক সাহানা পারভিন ।

আরো উপস্থিত ছিলেন, রেডিও পদ্মা নিউজ প্রেজেন্টার সিসিডি বাংলাদেশ মাহামুদুল ইসলাম মুন্না, সিসিডি বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা জাকিয়া সুলতানা, সিসিডি বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা আসিকুর রহমান, রোকসানা পারভিন তরু।

স/আ