রাজশাহীতে ১ হাজার ৫৭টি প্রা.বিদ্যায়ের মধ্যে ৯৫০টিতে নেই শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। এর মধ্যে জেলা প্রাথমকি বিদ্যালয় রয়েছে ১ হাজার ৫৭টি। যার মধ্যে শহীদ মিনার নেই ৯৫০টিতে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দিবসে আশে-পাশের বা দূরের কোন শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে যায়।

আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু আলোচনা সভা, প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়েই দিবসটি উদযাপন করা হয়।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নাই তার আশেপাশে শহীদ মিনার আছে। তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এবিষয়ে সরকারের কোনো অনুদান নাই। তবে আমরা সকল বিদ্যালয়ে নিজ উদ্যোগে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার তৈরির জন্যে বলেছি।

স/আ