রাজশাহীতে হতদরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ রোববার (১৯ এপ্রিল) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৮টি গ্রামের হতদরিদ্র এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

চাল, ডাল, আটা, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্র্য সামগ্রী নিয়ে জেলার গোদাগাড়ী উপজেলার তেরপাড়া, ধইসিপুর, ধনাঞ্জয়, ধমচিপুর, ধরজয়পুর, দিগ্রাম, ধনচাঁনপুর ও আমতলী গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেন সেনা সদস্যরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সচেতনতার অংশ হিসেবে সরকারী নির্দেশনা মোতাবেক ঘরে থাকার প্রেক্ষিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ গরীব জনসাধারনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধ ও সহায় সম্বলহীন পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে নিয়মিত চিকিৎসা সহায়তাও প্রদান অব্যাহত রয়েছে।

আর্তমানবতার সেবায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রাজশাহী জেলার বিভিন্ন গ্রাম-শহরাঞ্চলে দরিদ্র পরিবারের মাঝে শুকনা খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে, এরই মধ্যে সর্বমোট ৬১৫টি পরিবারকে ৪ হাজার ৭৫ কেজি চাল, ১ হাজার ২৩০ কেজি আটা, ৬১৫ কেজি তেল, প্রায় সাড়ে ৫০০ কেজি চিনি, ৬০০ কেজি ডাল, প্রায় ৩০৮ কেজি লবন বিতরণ করা হয়েছে। এই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স/অ