রাজশাহীতে হঠাৎ ধূলিঝড়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে হঠাৎ করে ধূলিঝড় বয়ে গেছে। শুক্রবার রাত সোয়া আটটার দিকে এ ঝড় শুরু হয়। এসময় টিপটিপ বৃষ্টিও হয়। ধূলিঝড়ে জনজীবনে নেমে আসে ভোগান্তি।

বিশেষ করে যারা বাড়ির বাইরে ছিলেন, তারা ধূলিঝড়ের কবলে পড়ে নাস্তানুবাদ হন। প্রায় ২০ মিনিট ধরে চল এ ধূলিঝড়। এতো সময় ধরে ধূলিঝড় সুদূর ভবিশ্যতে রাজশাহীতে হয়নি বলে জানান অনেকেই।

রাজশাহী নগরীর দরিখরবোনা এলাকার আকবর হোসেন বলেন, ‘হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই ধূলিঝড়ের কারণে বেকায়দায় পড়ে গিয়েছিলাম। রাস্তায় ছিলাম তখন। ধূলায় গোটা শরীর মেখে যায়। চোখে-মুখেও ধূলার স্তুপ জমা হয়। তাড়াতাড়ি করে একটি দোকানের মধ্যে ঢুকে গিয়ে কোনো মতে রক্ষা হয়।’

নগরীর উপশহর এলাকার ব্যবসায়ী রিপন আলী ফুয়াদ বলেন, আমার কালাই রুটির দোকানে তখন অনেকেই রুটি খেতে ব্যস্ত। এসময় জঠাৎ করে ধূলিঝড় চলে আসে। রুটি ফেলেই যে যার মতো দৌড় দেয়। আমরাও দোকান সামলাতে ব্যস্ত হয়ে পড়ি।’

স/আর