রাজশাহীতে হচ্ছে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গড়ে তোলা হবে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয়। শনিবার সন্ধ্যায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ‘জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ভিউ এক্সচেঞ্জ অব কোয়ালিটি ইডুকেশন’ বিষয়ক আলোচনা সভায় এবিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাপানের কিউসু ইন্সটিটিউট অব টেকনলোজির অধ্যাপক এ্যামুন্ড সজি ওটাবে ও রাজশাহীর সমাজসেবী শাহীন আক্তার রেনী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও জাপান ইউনিভার্সিটি অব ইকোনোমিকস’র অধ্যাপক মেহেরপুরের বাসিন্দা মখলেছুর রহমান। সভায় রাজশাহীতে জাপান-বাংলাদেশ মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাপানের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

স/আর