রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

সকাল থেকেই আকাশে মেঘের আনাগনা। সেই অপেক্ষার অবসান ঘটে সকাল ১১টার দিকে। ঝরতে শুরু করে স্বস্তির বৃষ্টি। কিন্তু সেই স্বস্তির বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ১৫ থেকে ২০ মিনিট ঝরে বৃষ্টি। একটু পরেই আকাশে উঠে রোদ।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার সিল্কসিটিনিউজকে বলেন, আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহী অঞ্চলে।

তিনি আরো বলেন, আকাশে মেঘ রয়েছে। বৃষ্টি হতে পারে। এমন অবস্থা থাকতে পরে আরো কিছু দিন।

 

স/আ