রাজশাহীতে সাত মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে রাতেও

নিজস্ব প্রতিবেদক:

সকাল থেকেই সূর্যের নজরদারি। তবে হঠাৎ বিকেল থেকেই কালো মেঘে ঢেকে আছে রাজশাহীর আকাশ। আর বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি।

তেমন কোনো আশঙ্কা না থাকলেও ঘূর্ণিঝড় নিসর্গের হালকা প্রভাবে আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীতে বৃষ্টি শুরু হয়। যা সাত মিলিমিটার  হয়েছে বলে জানায় রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক শহিদুল ইসমাল বিষয়টি নিশ্চিত করে বলেন,  আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহী অঞ্চলে এ বৃষ্টিপাত হয়। বৃষ্টি চলাকলীন সময়ে বসতাসের আদ্রতা ছিলো ৭৩ শতাংশ। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৫ ডিগ্রী। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়া রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলেও জানান রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক শহিদুল ইসলাম।