রাজশাহীতে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার দায়িত্বে কলেজ শিক্ষকরা, ক্ষুব্ধ স্কুল শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পড়েছেন শিক্ষকরা। শিক্ষকরা মনে করছেন তাদের সম্মানহানী হচ্ছে।

এই পরীক্ষাগুলোর সার্বিক কার্যক্রম আগের মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্পন্ন করার দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনে শিক্ষককরা মেয়রকে স্মারকলিপি দিতে জমা হয়।

মাধ্যমিক শিক্ষক জেলা সমিতির সভাপতি ইমতেয়াজ আলী খান বলেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মর্যাদাহানী বলে তারা মনে করছেন। এতে নগরীর ছয়টি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।

 

স/আ