রাজশাহীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সভা চলছে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা চলছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠে এ সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম (বিপেএম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি,  আব্দুল ওয়াদুদ দারা এমপি,  আয়েন উদ্দিন এমপি, আকতার জাহান এমপি,  আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, বিভাগীয় কমিশনার নুর উর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের বিভিন্ন পর্যাযের কর্মকর্তাবৃন্দ।

স/আ