রাজশাহীতে সংখ্যালঘুর বাড়ি উচ্ছেদের চেষ্টা করছেন প্রভাবশালীরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সংখ্যাঘুদের বাড়ি উচ্ছেদ করে বাড়ি নির্মাণের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। পুকুর ভরাট করে ওই বাড়িটি নির্মাণের চেষ্টা করছেন স্থানীয় প্রভাবশালীরা। এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষে আররডিএতে আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, ফুতকিপাড়া কালিমন্দিরের পেছনে কুমারপাড়া মহল্লায় অবৈধভাবে একটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে।
পাশের একটি পুকুরের মালিকরা পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করতে চান। কিন্তু যাতায়াতের রাস্তা না থাকায় বৈদ্যনাথ ঘোষের দুটি ঘরবিশিষ্ট ছোট বাড়িটি ভেঙে দিয়ে দখল নেয়ার চেষ্টা চলছে।
তাঁরা এ ব্যাপারে আরডিএ র ওপরও চাপ সৃষ্টি করেছে। অসহায় এই পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বৈদ্যনাথ ঘোষের ছেলে বরেন্দ্র গবেষণা জাদুঘরের নিম্নমান সহকারী প্রশান্ত কুমার ঘোষ (টাইগার) বলেন, আমাদের বাড়িটি রক্ষার জন্য রাজশাহী সদরর আসনের এমপি, মেয়র, মিডিয়া, এবং নাগরিক সহযোগিতা কামনা করছি।
স/আর