বৃহস্পতিবার , ২৫ মে ২০১৭ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

Paris
মে ২৫, ২০১৭ ৭:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে তারা এ মিছিল করে। রমজানকে স্বাগত জানিয়ে তারা মিছিলটি শুরু করে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে থেকে।

প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া মিছিলটিতে তারা কয়েক শ নেতাকর্মী অংশ নেয়। শুরুতে তারা ছাত্রশিবিরের দলীয় স্লোগান দিলেও পরে রমজানকে স্বাগত জানিয়ে স্লোগান দেয়। এরপর মিছিলটি নগরীর বর্ণালী মোড়ে গিয়ে শেষ হয়। পরে শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দিকে চলে যায়।

এর প্রায় ১০ মিনিট পরে ওই এলাকায় পুলিশি টহল দেখা যায়।

তবে মিছিলের বিষয়টি জানা নাই বলে দাবি করেন রাজপাড়া ও বোয়ালিয়া থানার দুই ওসি।

প্রসঙ্গত, রাজশাহীতে একের পর এক নাশকতা চালানোর অভিযোগ রয়েছে জামায়াত-শিবিরের বিরুদ্ধে এ কারণে তারা গত কয়েক বছর ধরে প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারে না। সাম্প্রতিক সময়ে ব্যাপক ধর-পাকড়ের কারণে প্রায় বন্ধ হয়েছিল শিবিরের মিছিল-মিটিং। তবে আজ সকালে হটাৎ করে কয়েক শ নেতাকর্মীর উপস্থিতিতে তাদের এ মিছিলকে কেন্দ্র করে তেরোখাদিয়া এলাকায় ব্যাপক আতঙ্কও দেখা দেয়।

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত