রাজশাহীতে শিক্ষা বাজেট বিষয়ক এসিডি’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট(এসিডি)’র আয়োজনে শিক্ষা বাজেট বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এসিডি’র সাগরপাড়াস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসিডি’র নির্বাহী পরিষদের সহ-সভাপতি শ্যামাপদ স্যানালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুর কাদের। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর মোসাঃ নুরুন্নাহার বেগম।

এসিডি’র প্রকল্প অফিসার হাফিজউদ্দিন পিন্টুর সঞ্চালনা ও গণসাক্ষরতা অভিযানের বিভাগীয় সমন্বয়কারী আব্দুর রউফের উপস্থাপনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিভিন্ন শিশু দল ও ইয়োথ দলের সদস্য, শিক্ষক প্রতিনিধি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজভিত্তিক শিশু সুরক্ষ কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা সংক্রান্ত বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা শেষে হওয়া মুক্ত আলোচনায় বক্তারা শিক্ষা খাতে আরো বরাদ্দ বৃদ্ধি, অতি দরিদ্র পরিবারের শিশুদের জন্য মিড ডে মিল চালু, কারিগরি শিক্ষায় বেশি গুরুত্বারোপ, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং বরাদ্দকৃত বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিতকরণে নজরদারিকরণের সুপারিশ করেন।
স/শ