রাজশাহীতে লকডাউন বাস্তবায়নে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্বক লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকা ঘুরে ঘুরে দেখেছেন আরএমপি’র  পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। আজ শুক্রবার (২ জুলাই ২০২১) বাদ জুমা বোয়ালিয়া মডেল থানার এই এলাকা ঘুরে দেখেন।

এসময় তিনি বলেন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা লকডাউন বাস্তবাযনে তৎপর আছে। সেই সাথে মোবাইল কোর্ট আছে। আজ রাজশাহীতে কঠোর লকডাউন পালন হচ্ছে সর্বাত্বক।

রাজশাহীতে লকডাউন বেশ ভালই হচ্ছে এবং কোথাও কোন লোকজন দেখা যাচ্ছে না। লোকজন ঘরের ভিতরেই আছে। এভাবে থাকলে রাজশাহীতে খুব অল্প সময়ের মধ্যেই সংক্রমনের হার কমে আসবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্দ্বতন কর্মকর্তাগণ।