রাজশাহীতে ‘রেডিও বড়াল’র পরীক্ষামূলক সম্প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক:

‘রেডিও বড়াল’র পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার মহান বিজয়ের মাস উদযাপনের অংশ হিসেবে কম্যুনিটি ‘রেডিও বড়াল’ আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আড়ানী মনোমোহীনি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী বহুমূখী সমাজ কল্যাণ সমিতি (এসবিএমএসএস) এর নির্বাহী পরিচালক নূর-এ-জান্নাত ‘রেডিও বড়াল’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার লীন, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন’স (বিএনএনআরসি)’র প্রধান নির্বাহী কর্মকর্তা বজলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ।

এসবিএমএসএস’র নির্বাহী পরিচালক নূর- এ-জান্নাত

অনুষ্ঠানে স্থানীয়, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত এবং ‘রেডিও বড়াল’র স্বেচ্ছাসেবী শিল্পিরা ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ঢাকা থেকে আগত শিল্পী গামছা পলাশ, নদী, নয়ন ও সান্তনা সঙ্গীত পরিবেশন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমসহ রেডিও বড়ালের কর্মকর্তাবৃন্দ।

স/আ