রাজশাহীতে যোগাযোগ এবং সামাজিক সংহতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে যোগাযোগ এবং সামাজিক সংহতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণাল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) সাবের হোসেন, গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব আতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(পলিসি এন্ড অপারেশন) বিষয় ভূষণ পাল, রাজশাহী অতিরিক্ত জেলা প্রাশসক(শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইঞা।

এ সময় রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা, ডিডি, ডিপিইও, পিটিআই, টিইও, টিআরসি, বোয়ালিয়ার কর্মচারী ও প্রধান শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আবুল খায়ের।
দুপুর ১২ টার দিকে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
স/শ