রাজশাহীতে মেস ভাড়া মওকুফসহ চার দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


মেস ভাড়া মওকুফসহ চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে, রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের ব্যনারে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন থেকে জানানো হয়- করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রাজশাহীর মেস অবস্থানরত ছাত্র-ছাত্রীদের মেস ভাড়া মওকুফের দাবি জানানো হয়।

সেই সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- সকল মেস-বাসার এপ্রিল-জুন মাসের ভাড়া ৪০ শতাংশ মুওকুফ, জুলাই মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল মেস-বাসার ভাড়া সম্পূর্ন মওকুফ করা। মেস-বাসা মালিকদের হয়রানি থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র-ছাত্রীদের স্ব-স্ব মেস বাসাতে থাকার নিশ্চয়তা দেওয়া।

এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক রাজু আহমেদ আপন, সদস্য মুনমুন আক্তার রানীসহ ছাত্র-ছাত্রীরা।

এবিষয়ে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান জানান, ‘মানববন্ধনের কথা শুনেছি। আমি কর অফিসে কাজে ব্যস্ত আছি পরে কথা বলবো।’

স/আ