রাজশাহীতে মৃত লাশকে আটকে রেখে সিডিএম হাসপাতালের বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মৃত লাশকে আটকে রেখে বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় নগরীর লক্ষীপুর এলাকার সিডিএম হাসপাতালে এ ঘটনা ঘটে।

এঘটনায় মৃত ব্যক্তি হলেন, নগরীর রামচন্দ্রপুর বাশার রোড এলাকার মৃত ওমেদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন(৭০) ।

রোগীর ভগ্নিপতি আব্দুল বারি জানান, গত মঙ্গলবার শ্বাসকস্ট জনিত কারণে তোফাজ্জল হোসেনকে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয় । ভর্তি করার পরই ডাক্তার তাকে আইসিইউতে নিতে বলে। আইসিইউতে থাকার পর আজ বৃহস্পতিবার সকালে রোগীকে লাইফ সাপোর্টে নিতে বলে ডাক্তার। রোগীর অবস্থা কী জানতে চেয়ে ডাক্তারকে জিঙ্গাসা করলে তিনি গোজামিলের আশ্রয় নেন।

তিনি আরো জানান, আমরা রোগীকে বাড়ি নিয়ে যেতে চাইলে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে রোগীর সাথে দেখা করতে দেননি। সারাদিন অপেক্ষা করার পর তারা আমাদেরকে রাত সাড়ে ৯টার সময় রোগী নিয়ে যেতে বলে। রোগী নিয়ে যাওয়ার সময় দেখি সে নড়াচড়া করছেনা। ডাক্তার রোগীর মারা যাওয়ার বিষয়ে কিছু না জানিয়েই আমাদেরকে রোগী বুঝিয়ে দেয়।

তিনি আরো অভিযোগ করে বলেন, মাঝে কোন চিকিৎসা ছাড়াই  তারা আমাদের থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেই।

তবে এবিষয়ে অভিযুক্ত ডাক্তারের সাথে কথা বলা যায়নি। ঘটনার পর পুলিশ আসলে ডাক্তার পালিয়ে যায়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ জানান, এঘটনায় তারা কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স/শা