রাজশাহীতে মামলার আলামত যথাসময়ে আদালতে উপস্থাপনের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. মেহেদী হাসান তালুকদার। সভায় সভাপতি কেস ডকেট এবং মামলার আলামত যথাসময়ে আদালতে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
সভাপতি সভায় দুর্নীতি ও মামলা নিস্পত্তিতে অযথা বিলম্বের বিরুদ্ধে তিনি হুশিয়ারী উচ্চারন করেন।
সভায় রাজশাহীর বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহা. আসাফ-উদ-দৌলাসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল ম্যাজিস্ট্রেট, রাজশাহী জেলা জজ আদালতের সকল সহকারী জজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ, রামেক প্রতিনিধি, ডেপুটি সিভিল সার্জন, বিজিবি, জেল, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ট্রাফিক এবং প্রবেশন অফিসারসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা এবং আইনজীবী সমিতির সভাপতি, ডেপুটি সেক্রেটারি ও অতিরিক্ত পিপি উপস্থিত ছিলেন।
ফোকাল পার্সন হিসেবে সভা পরিচালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী।
স/শা