রাজশাহীতে ভ্রাম্যমাণ বুথে করোনা পরীক্ষায় শনাক্তের হার ১০.২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে  ভ্রাম্যমাণ ১৩টি বুথে ফ্রি র‌্যানডম করোনা টেস্ট করা হয়েছে।মঙ্গলবার(০৮ জুন)  এ টেস্ট করা হয়। এ সময় ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা পজেটিভ এসেছে। শতকরা হিসেবে যা ১০ দশমিক ২২ শতাংশ।

আজ মঙ্গলবার ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯৫৮ জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। রাজশাহী নগরীর সাহেব বাজার, আম চত্বর,কাশিয়াডাঙ্গা,ভদ্রার মোড়, বিন্দুর মোড় সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী মোড়,টুলটুলিপাড়া হেলথ সেন্টার,কাদিরগঞ্জ হেলথ সেন্টার, পঞ্চবটী হেলথ সেন্টার, মেহেরচন্ডী হেলথ সেন্টার, বিভাগীয় কমিশনার কার্যালয়ে  ভ্রাম্যমান করোনা টেস্ট শুরু করে সিভিল সার্জন।

প্রতিটি স্থানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নমুনা সংগ্রহ করা হয়। সেখানে স্বাস্থ্য টিম ও আরএমপি’র পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এ কার্যক্রমে সহযোগীতা করছেন। এসময় বুধগুলোতে সাধারণ মানুষ ফ্রি তে করোনা পরীক্ষা করেছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের নিদের্শক্রমে চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টার ও ৮টি গুরুত্বপূর্ণ মোড়ে অস্থায়ী কেন্দ্রে করোনার ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখিত কেন্দ্রেগুলোতে বিনামূল্যে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা এবং তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যাবে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।

স/জে