রাজশাহীতে ভুয়া মেজর ও র‌্যাবের ডিএডি আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ভুয়া মেজর ও র‌্যাবের ডিএডিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গার কাঠালবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত সম্রাট নিজেকে আর্মির মেজর হিসেবে পরিচয় দেন। তার সঙ্গে থাকা ফিরোজ নিজেকে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়া র‌্যাব এর ডিএডি পরিচয় দেন।

আটকের বিষয়টি নিশ্চত করে মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম সিল্কসিটিনিউজকে বলেন, তারা সন্ধ্যায় তাদের নিজের কোন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের কাছে গেলে তারা মেজর ও র‌্যাবের পরিচয় দেয়। এতে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। তিনি বলেন, পুলিশ এসে তাদের জিজ্ঞাসা করে বিষয়টি জানার জন্য। এ সময় তারা দু’জনের তাদের মেজর ও র‌্যাবের পরিচয় দেয়। এতে পুলিশ তাদের কার্ড দেখতে চায়। দু’জনে কার্ড দেখাতে ব্যার্থ হয়। পরে তাদের আটক করে কাশিয়াডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই পরিচয়ে প্রতারণার কথা শিকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই কর্মকর্তা জানান।

স/শা