রাজশাহী নগরীতে ভবনের ছাদে আশ্রয় নেয়া পাগলকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ভবনের ছাদে আশ্রয় নেয়া এক মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নগরীর আলুপট্টি মোড় এলাকার স্বচ্ছ টাওয়ারের পাশের একতলা ভবনের ছাদ থেকে বুধবার রাতে প্রতিবন্ধী ওই যুবককে (পাগল) উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে একতলা ভবনের ছাদে উঠে যায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। এরপর যে তার কাছে যাওয়ার চেষ্টা করেছে, তাকেই ইট অথবা লাঠি দিয়ে মারতে যায় ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে ছাদ থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার এ.কেএম লতিফুল বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম ও ঠিকানা এখনো জানা-যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুখপাত্র মো. ফাত্তাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

স/শা