রাজশাহীতে ব্যাংকগুলোতে বয়স্কভাতা নিতে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বয়স্কভাতা নিতে আজ মঙ্গলবার ব্যাংকগুলোতে  উপচেপড়া  ভিড় লক্ষ্য করা যায়। এতে সাধারণ মানুষের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারি দেওয়া এ বয়স্কভাতা ঈদের আগেই দেওয়া হলো এবার আগাম। কিন্তু বয়স্কভাতা নিতে ব্যাংকগুলো অসহায় দরিদ্র মানুষগুলো ভিড় করতে থাকে ব্যাংকগুলোতে।
রাজশাহী নগরীর অগ্রণী ব্যাংক ক্যান্টমেন্ট শাখা, রুপালি ব্যাংক নিউমাকেট শাখাসহ অন্য শাখাগুলো বয়স্কভাতা নিতে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
শহরের বাইরে জেলার উপজেলা পর্যায়ের ব্যাংকগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। জেলার মোহনপুরের মৌগাছী শাখার শাখা ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তার শাখাতেও সকাল থেকেই বয়স্কভাতা মানুষ ভিড় করতে থাকেন। বাধ্য হয়ে ব্যাংকের বুথ বাইরে বসানো হয়। তার পরেও ভিড় ঠেকানো যায়নি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে  এভাবে বয়স্কভাতা বিতরণ  বিপজ্জনক জেনেও এই খারাপ সময়ে অসহায় মানুষের পাশে থাকতে পেরে সোনালী ব্যাংক পরিবারের একজন সদস্য হিসেবে ভালোলাগা অনুভব করছি।
স/আর
আরও পড়ুন: