রাজশাহীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

আকাশজুড়ে মেঘের ঘনঘটা। কখনো থেমে থেমে, আবার কখনো টানা বৃষ্টিপাত বর্ষার এটাই চিরচেনা রূপ। আষাঢ় মাসের অর্ধেক দিন পার হওয়ার পরেও যখন বৃষ্টিপাত হচ্ছিলো না তখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছিলো, এবার কী তবে বৃষ্টি হবে না? ভ্যাপসা গরমে গত দুই মাস কাঠফাটা রোদের পর গত তিন চারদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় নাগরিকদের সেই দুর্ভাবনা দূর হয়েছে।

প্রত্যাশার বৃষ্টি পেয়ে এখন স্বস্তিতে নগরবাসী। থেমে থেমে বৃষ্টিপাত, আকাশে মেঘের ঘনঘটা যেন স্বরূপে ফিরছে বর্ষা!

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলন বলেন, রাজশাহী অঞ্চলে ৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ বৃষ্টি দুপুর একটা ১৫ মিনিটে শুরু হয়ে একটা ৫০ মিনিট পর্যন্ত এই বৃষ্টিপাত হয়।

 

স/আ