রাজশাহীতে বৃষ্টি হলেও কমছেনা ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক:


বৃষ্টি আর মেঘলা আকশ। রাজশাহীতে বেশ কয়েক ধরে রয়েছে। এর মধ্যে হচ্ছে বৃষ্টিও। চলতি সপ্তার গত শুক্রবার দুপুর ও সন্ধ্যায় বৃষ্টি হয়েছে রাজশাহীতে। আজ রোববার বাতাসের আদ্রতা বেশি। তাই গরম বেশি অনুভব হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, আজ রোববার রাজশাহীতে দুপুর ১২ পর্যন্ত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে ছয়টায় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।  নয়টায় বাতাসের আদ্রতা ছিলো ৭৬ শতাংশ।


আরও পড়ুন: রাজশাহীতে ১৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত


সেদিন রাজশাহীতে ১৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে দুপুরে ৭ মিলিমিটার ও সন্ধ্যায় ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া সকাল ছয়াটায় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ এবং সন্ধ্যা ছয়টায় বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ার বেগম জানান,  বাতাসের আদ্রতা বেশি থাকা গরম বেশি অনুভব করা যাচ্ছে। বৃষ্টিপাত হবে কিনা বিষয়টি বোঝা যাচ্ছে না।

স/আ