রাজশাহীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে রাজশাহীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী শিল্পকালা অ্যাকাডেমির মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েয়ে।

সভায় মূল প্রবন্ধ পাঠ করেন, জনস্বস্থ্য প্রকৌশলী অধিদফতরের নির্বহী পরিচালক মো. রোকনুজ্জামান।
সভায় জনস্বস্থ্য প্রকৌশলী অধিদফতর রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাছউদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আবদুল হামিদ, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিসেফ বাংলাদেশ’র চীফ ফিল্ড অফিসার নাজিবুল্লাহ হামীম।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, ডিস্টিক কো-অডিনেটর এনজিও প্রতিনিধি (আইডিই) ড. বাবু লাল। অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষির্থীরা উপস্থিত ছিলেন।

 

স/আ