রাজশাহীতে বিশ্ব নৃত্য দিবস পালিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:

‘নৃত্য শিল্প হোক অপসংস্কৃতি বিনাশের হাতিয়ার’ শ্লোগানে রাজশাহীতে বিশ্ব নৃত্য দিবস পালিত হয়েছে। ফারসী নৃত্য শিল্পী জেন জার্জেস নভেরা’র জন্মদিবস উপলক্ষে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী নৃত্য উৎসব ও আলোচনা সভার আয়োজন করেছে।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশের উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের কর্ণধার হাসিব পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংগঠনিক উপদেষ্টা ও সমাজসেবী শাহীন আকতার রেইনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সরকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউ গভ: ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফরিদা সুলতানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অসিত কুমার প্রামাণিক।

এছাড়াও আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান বাবু।

Image may contain: 10 people, people standing

সংগঠনটির দফতর সম্পাদক আয়েশা আক্তার ডালিয়ার পরিচালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মাহি, পায়েল, ডলি, রাজশ্রী, তানহা, লামিয়া, আয়াত প্রমূখ।

স/অ