রাজশাহীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও সাহায্যার্থে চেক বিতরণ!

নিজস্ব প্রতিবেদক:

এবারের প্রতিপাদ্য বিষয় “Invest in teenage girls-কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” কে সামনে রেখে  রাজশাহীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিভাগ ও জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে জেলা কার্যালয়ে অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়।

 

আয়োজিত র‍্যালিতে উপস্থিত ছিলেন,  রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন সিভিল,  সার্জনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। র‍্যালি শেষে জেলা প্রশাসক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাংঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন।

13697112_519168784944537_7311753983434984952_n copy

এরপরে তিনি বিশ্ব জনসংখ্যা দিবসের  প্রতিপাদ্য “Invest in teenage girls-কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার  আব্দুল হান্নান।

13754570_519294074932008_6350652214088754485_n copy

অপরদিকে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগীদের সাহায্যার্থে চেক বিতরণ করা হয়।

 

রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফজলে রাব্বির সভাপতিত্বে উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলার মাননীয় জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবী শাহীন আকতার রেনী।

 

অনুষ্ঠানটির মাধ্যমে ৫১ জন দু:স্থ রোগীকে এককালীন সাহায্যের চেক বিতরণ করা হয়।

স/অ