রাজশাহীতে বিদেশী পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মহানগরীর উত্তর মহিষবাথান এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজপাড়া থানাধীন সুফিয়ানের মোড় এলাকার শহিদুল ইসলামের ছেলে মিনহাজ্ব (২১) ও কর্ণহার থানাধীন শিশাপাড়া এলাকার আনোয়ারের ছেলে জনি (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যায় নগরীর উত্তর মহিষ বাথান এলাকায় ডিবি’র সহকারী পুলিশ কমিশনার ফজলুল করিমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এক রাউন্ড গুলি ও একটি বিদেশী ৭.৬৫ এমএম পিস্তলসহ তাদের আটক করে। পরে তাদের অস্ত্রসহ রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।

তবে আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আরএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ও মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলেও জানান তিনি।

স/অ