রাজশাহীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিজিবি’র অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল উদ্ধাসহ ৪ কেজি কারেন্ট জাল ও ১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করেছে বিজিবি।  বুধবার বেলা দেড় টায় জেলার বাঘা উপজেলার হরিরামপুর নদীর ভিতর এলাকা এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, রাজশাহী’র অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র নাঃ সুবেদার মোঃ আহাদ আলী এর সাথে ৭ জনের একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর নদীর ভিতর এলাকায় টহল পরিচালনা করে। এসময় ১০,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল, ৪ কেজি কারেন্ট জাল এবং ০১ টি ইঞ্জিনসহ নৌকা আটক করে।
এঘটনার সাথে জড়িত ৩ জন পলাতক আসামী বাঘা উপজেলার মাহদিপুরের নজরুল মোল্লার ছেলে মোঃ রুবেল মোল্লা (৩৫), সবজিপাড়া এলাকার কালু সবজির ছেলে ফরহাদ (৩৬) ও ভানুকর এলাকার মাসুম মন্ডলের ছেলে উকিল মন্ডল ও আটককৃত মালামালের ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়।