রাজশাহীতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী  এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির করার লক্ষে রাজশাহীতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নগরীর জিরো পয়েন্ট  সংলগ্ন মুনলাইট গার্ডেনে এ বর্ধিত সভার আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও  সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।তিনি বলেন, খুলনা-গাজীপুরে ভোট কাঠচুপি করা হয়েছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের প্রার্থীকে জেতানো হয়েছে। যদি রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় তবে রাজশাহীর জনগণ মেনে নেবে না।

রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পরিচালনায় এসময় বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম.কে আনোয়ার, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক, চারঘাট উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আবু সাইদ চাঁদ, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর, জেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহসিন আলী, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ-ভাপতি আব্দুল্লাহ আল মান্নাত, জয়পুরহাট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, নওগাঁ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম , নাটোর জেলা বিএনপি’রে সাধারণ সম্পাদক আমিনুল হক, বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি মবিনুল রহমান মিয়া, নওহাটা পৌরসভার মেয়র শেখ মকবুল হোসেন, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপি’র সভাপতি নাজমুল হক সনি, নওগাঁর সাবেক সংসদ সদস্য সালেক চৌধুরী, মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন ও শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন। আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইল হিকল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত রিজভি, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিসহ রাজশাহী মহানগর বিএনপি, সাংগঠনিক ৩৭টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় রাজশাহীর বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ