রাজশাহীতে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট(পি.টি.আই) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেসক ড. সুজিত সরকার।

বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের সভাপতি ড. অজিত দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে সেগুলো বিভিন্ন লেখনীর মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আগামি প্রজন্ম যেন সেই লেখনীগুলোতে থেকে ধারণা নিয়ে নিজেকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা।

এ সময় ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক ভাবাদর্শ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ষষ্ঠীচন্দ্র শীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের কার্যনির্বাহী কমিটির মহাসচিব কবি আশামনি, পিটিআই রাজশাহীর সুপারিটেন্ডেন্ট মো. মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহা: ইব্রাহীম, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদে রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যপক লুৎফর রহমান প্রমূখ।

এ ছাড়া ভারতের প্রশ্চিমবঙ্গ ও বিভিন্ন জেলা থেকে কবি তাপশ বেদ্য, মানিক দে, কবি ওয়াজেদ আলী, ড. মরেশ চন্দ্র সেন, সহ ২০/২৫ জনের একদল লেখক-কবি সাহিত্যিক এ সস্মেলনে অংশ নেন।

স/শ